মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের উদ্দেশ্যে “সবুজ বাংলাদশ” বিনির্মানে জাতীয় বৃক্ষরোপন কর্মসুচি ২০২০ পালিত হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সরকারি নিবন্ধিত সংস্থা “ডিজিটাল টেকনোলজি এন্ড মেডিকেল কমিউনিটি হেলথ সোসাইটি। সংস্থাটির উদ্যোগে রবিবার ২৬ জুলাই সকালে আলফাডাঙ্গা উপজেলা চত্তর, আলফাডাঙ্গা সরকারি কলেজ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী অংশ হিসেবে বৃক্ষরোপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী
অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো রাশেদুর রহমান। এ সময় তিনি উপস্থিত সবাইকে নিয়ে উপজেলা প্রাঙ্গনে একটি ফলজ গাছের বৃক্ষরোপন করেন।
ডিজিটাল টেকনোলজি এন্ড মেডিকেল কমিউনিটি হেলথ সোসাইটি এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও কালের চাকা পত্রিকা এর সম্পাদক ও প্রকাশক মাহির শাহরিয়ার শিশির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
পৌর মেয়র জনাব সাইফুর রহমান (সাইফার), উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ ও প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন,
জেলা যুবলীগ এর সদস্য কামরুজ্জামান কদর, উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক মো কামরুল ইসলাম, প্রেসক্লাব এর অর্থ সম্পাদক ও শেখর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুল হক ভুইয়া, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল হক শিকদার, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো আব্দুর রউফ।
আরো উপস্থিত ছিলেন কালের চাকা পত্রিকার নির্বাহী সম্পাদক মনেম শাহরিয়ার শাওন, যুগ্ম সম্পাদক সপ্ন মাহমুদ, কালের চাকা বন্ধু সংঘ এর পৌর ও কলেজ শাখার সদস্য সহ অনেকে।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার উক্ত সংস্থার সাফল্য কামনা করেন ও সংস্থাকে এ ধরনের সেবা মুলক কর্মকান্ড পরিচালনা করার জন্য সাধুবাদ জানায়।
উল্লেক্ষ্য যে উক্ত “সবুজ বাংলাদেশ” ডিজিটাল টেকনোলজি এন্ড মেডিকেল কমিউনিটি হেলথ সোসাইটি এর আওতাধীন একটি প্রকল্প।